আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আসা করছি ভাল
আছেন।
যারা Technology এর জগতে নতুন এবং ফ্রিলান্সিং এ অগ্রসর
হতে চায় তাদের জন্ন সিদ্ধান্ত নেয়া কস্টকর
হয়ে যায় যে তারা কি শিখবে। (Confused about Freelancing Study plan )
যেহেতু এটি একটি long term planning তাই জেনে বুঝে আগানো
ভালো।
সবার আগে সিদ্ধান্ত নিন যে আপনি কি করবেন। (কি করতে ভালো
লাগে)
আমি নিচে কিছু সল্প পরিমানের বিষয় উল্লেখ করব।ভুল হলে
ধরিয়ে দিবেন ।
Design:
এখানে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি ডিজাইন
করবেন। যদি Logo, Banner , Wallpaper
, UI(User Interface) etc design করতে চান তবে আপনার
প্রথম কোর্স গুলো হবে
Image Editing: Photoshop
Vector Designing : Illustrator
কিন্তু এটুকু জানলেই ডিজাইনার হতে পারা যায়না। ডিজাইনিং
এ সবচেয়ে বড় ও কষ্ট সাদ্ধ বেপার হল Typography . জি Typography সম্পর্কে ভালো জ্ঞান না থাকলে ডিজাইনিং এ আগাতে পারবেন
না।
আবার যদি চান এগুলো না করে Web Template Design করবেন তবে আপনার প্রথম কোর্স
গুলো হবে
Basic Page Designing: HTML,HTML5
Styling: CSS, CSS 3
Special effects: JavaScript
Extra (optional): Bootstrap
আর যদি Developing এর দিকে আগান তবে অবশ্যই PHP এবং এই related
সব।
Marketing :
এই বিসয় টি একটু বড় এখানে আপনার শুভিধা মত আগাতে হবে।
আমার মতে মার্কেটিং রিলেটেড সবচেয়ে ভালো কাজ হল Affiliation
ও SEO
Mail ও Social Media Marketing এর ও দাম কম না।
Writing:
Creativity থাকলে এই পথে খুব্বি দ্রুত আগানো যায় কারন
এইবেপারটাতে শুধু টাইপিং জ্ঞান থাকলে
নিজের মত করে লেখা সম্ভভ ও পাঠকের গ্রহঞ্জজ্ঞতার মদ্ধ দিয়ে অনেক উপরে ওঠা যায়।
Software Programming :
আমার মতে প্রাতিষ্ঠানিক জ্ঞান ছাড়া এ পথে না আগানোই
ভালো।
তাও যদি আপনি চান তবে আপনার প্রথম কোর্স হবে
Typing Speed
এটা খুব্বি জরুরী ।
এরপর মুল কোর্সে জান ঃ
C , C++, Dr. Java এগুলতে ভালো হাত এনে তারপর আগান
এরপরের রাস্তা আপনিই খুজেপাবেন।
Over all :
এসব কিছুর আগে আপনাকে জেটাতে পারদর্শী হতে হবে টা হল Web
Research
. এটি না জানলে আপনি কিছুতেই আগাতে পারবেননা। আগে আপনাকে
জানতে হবে যে আপনি যা জানতে চান তা কিভাবে খুজে বের করতে হবে ও কোথায় পাবেন।
ভয় পাবার কিছুই নেই ঘন ঘন Google Search করুন আর কিছু
লাগবেনা ।
আজ এপরজন্তই থাক।
আমার লেখা ভালো না লাগলে জানাবেন।