কম Broadband স্পীড কে বারিয়ে নিন (Without Hacking) Firefox Incluted



আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আসা করছি ভাল আছেন
এ পোস্ট এ আমার অডেস্ক নিয়ে লেখার কথা ছিল।সময় স্বল্পতায় না পারার কারনে দুঃখিত। 


আমরা যারা কম Broadband স্পীড [১২৮/২৫৬ kbps] ইউস করি তাদেরকে যে কতো চুলছেরা কষ্ট পোহাতে হয় সেটা আমি ভালো করেই জানি। তাই আপনাদের জন্ন আজ নিয়ে এলাম একটি ট্রিক যা দিয়ে লিগালি Without Hacking স্পীড বাড়াতে পারবেন। Lets Boost Your Internet including Firefox
শুরু করা যাক ।
১)
xp হলে  Network Connection থেকে আপনার LAN connection এর properties এ যান ।
Windows 7 হলে Open network and sharing center থেকে আপনার LAN এর properties এ যান।

২)   Xp হলে  TCp/IP তে যান

Windows 7 হলে  IpVp4  এ যান

৩)            DNS: 208.67.222.222
 Alternative DNS: 208.67.220.220

আশা করি এতে করে আপনার স্পীড কিছুটা বাড়বে।

এবার আসি ব্রাউজার অপ্টিমাইজিং এ।
১)Firefox ওপেন করুন

২) Search Address এ লিখুন about:config

৩) continue  দিন।

 যে পেজ টি আসবে তাতে একটি Search box পাবেন।
ওখানে নিম্নলিখিত কাজ গুলো করুনঃ
১) network.http.pipelining  কে “true” তে সেট করুন।
২) network.http.proxy.pipelining কে “true” তে সেট করুন।

৩) network.http.pipelining.maxrequests কে 30  তে সেট করুন।
৪) Right ক্লিক করে new > integer  এ যান  নাম দিন nglayout.initialpaint.delay
ভেলু দিন ০।
আপনার ব্রাউজার অপ্তিমাইসড। Boosted

আরও স্পীড পেতে ফায়ারফক্স এর Speed dns 2 এড-অন্স টা ব্যাবহার করতে পারেন।  

কোন প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন

আমি ফেসবুক এ https://www.facebook.com/hridoy.khandakar1